বিয়ে
♦আব্বুকে এভাবে বলা যেতে পারে🥰😍👇
-আব্বা বিয়ে করবো🤭
-তো বিয়ে করে বউরে খাওয়াবি কী?😏
আমার খাবারের থেকে অর্ধেকটা খাওয়াবো🙂
-পরাবি কী?😏
-আমার তো মাসে প্রায় ২ হাজার টাকার শপিং লাগে, সেখান থেকে অর্ধেক তার।😊
-রাখবি কোথায়?😏
-আমার খাটটা তো প্রায় ডাবলই। আর বালিশ লাগবে না, এক বালিশেই মাথা রাখবো।☺️
-বউয়ের পড়াশোনার খরচ কে দেবে?😏
-আমারটা তো আপনিই দেন, বউয়েরটা না হয় আমিই কিছু একটা করে চালিয়ে নেব।🙂
-তোর মত আকাইম্মার কাছে মাইয়া দিবো কেডায়😏?
-একটা দ্বীনদার পর্দাশীল মেয়ে হলেই চলবে।😍
আপনি যদি একটু কথা বলতেন!😌
-লজ্জা শরম কি দেশ থেইকা উইঠা গেলো! 🙄পোলায় নিজের বিয়ার কথা নিজে কয়!
-(আব্বা, বিয়েটা করতেই হবে। হবেই হবে। নইলে ফিতনা😓। অনেক গোনা। চরিত্র রক্ষা করতেই হবে বাবা।😓)
♦সমাজের প্রত্যেকে যদি বিয়ে টাকে খরচের পাহাড় না বানায়ে বরং চরিত্র রক্ষার ঈমান রক্ষার হাতিয়ার বানাতো তাহলে দুনিয়াতে আজ অনেক পাপ কমে যেত।
♥আল্লাহ পাক বলেছেন" চরিত্র রক্ষার জন্যে যে বিয়ে করবে, সে যদি অভাবি ও হয় তবুও আমি নিজ অনুগ্রহ থেকে তাকে অভাব মুক্ত করে দেব"
♥সূরা: নুর
আয়াত: ৩২। ]
#Collected.

Comments
Post a Comment