পরকীয়া

#বছর দুয়েক আগে নারায়নগঞ্জে এক মা তার দুই সন্তানকে কাঁথা দিয়ে পুড়িয়ে হত্যা করেন । সন্তানদের অপরাধ কী ছিলো জানেন? অপরাধ ছিলো মায়ের পরকীয়া দেখে ফেলা। 

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের আরেক মা তার সন্তানকে পুড়িয়ে হত্যা করেন। কেন? সেই একই কারণ।ছেলেটি পরকীয়া দেখে ফেলেছিলো।

এবার আসুন ময়মনসিংহে। সৌদি প্রবাসী স্বামী ফিরে আসার পর তাকে মেরে তার স্ত্রী মাটি চাপা দিয়ে রেখেছিলেন। পাশের বাড়ির একটা ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো তার।

ঐশীর কথা আমরা সবাই জানি। যে মাদকাসক্ত মেয়ে তার বাবা মাকে হত্যা করেছিলো নৃশংসভাবে। কোন নৃশংসতার সাথে আপনি এর তুলনা করবেন?

এগুলো বিচ্ছিন্ন ঘটনা না। একটু সার্চ দেন কষ্ট করে। মাসে স্ত্রীর হাতে কতজন স্বামী বা সন্তান মারা যায়, তার একটা হিসেব পাবেন। 

এখন উপরের ঘটনা দিয়ে আমি যদি নারী জাতিকে প্রতারক বা খুনি বলি? বা যদি বলি, পৃথিবীটা নারীমুক্ত হলে খুব ভালো হতো, তাহলে একজন নারী হিসেবে আপনার কেমন লাগবে?

এবার আসুন বগুড়ার আদমদিঘীতে। নিপেন চন্দ্র দাস নামে একজন মানসিক ভারসাম্যহীন লোককে বিয়ে দেওয়া হয়েছিলো শিখা রাণী পালের সাথে। শিখা রাণী পাল আজ পনেরো বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন স্বামীকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাতছেন। ইচ্ছে করলেই ছেড়ে যেতে পারতেন, যাননি। মানসিক প্রতিবন্ধী স্বামীকে তিনি বয়ে বেড়াচ্ছেন। 

এখন উপরের তিনটা ঘটনা দেখেই যদি আমি বলতাম, নারীমুক্ত পৃথিবী চাই? তাহলে কী হতো? তাহলে ঐ শিখা রাণী নামের মহিয়সী নারীর প্রতি আমার বড় ধরনের অন্যায় করা হতো। 

ধর্ষনের ঘটনার পর থেকে একটা পোস্ট চোখের সামনে ঘুরছে। এক আপু তার কয়েকজন বান্ধবীকে প্রশ্ন করেছেন, চব্বিশ ঘন্টার জন্য পৃথিবীটা পুরুষমুক্ত হলে কেমন হতো? সম্ভবত এগারোজন উত্তর দিয়েছে। এবং উত্তরগুলো মোটামুটি এরকম, পুরুষমুক্ত পৃথিবী হলে উনারা খুব ভালো থাকতে পারতেন। 

জানি না, উনারা উনাদের বাবা, চাচা, ভাইয়ের কোনো আদর ভালোবাসা পেয়েছেন কি না। সম্ভবত উনাদের দুর্ভাগ্য যে উনারা উনাদের জীবনে রেপিস্ট ছাড়া ভালো কোনো পুরুষ উনারা দেখেননি। ঐ উন্মাদদের জন্য আমার করুণা ছাড়া কিছু হয় না। 

ধর্ষণ ছেলেরা করেছে, আর গত দুই দিন ধরে যে ধর্ষনের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ সেটা কে করেছে? ছেলেরা করেনি? যে পুলিশ আসামীকে আটক করেছে, সে কি পুরুষ ছিলো না? কিছুদিন আগে ঢাকায় যে ছেলেটা দুই মেয়েকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাতে গিয়ে জীবন দিলো, সে কি পুরুষ ছিলো না? বোনকে বখাটেদের ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে যে ভাইটা প্রাণ দিলো সে কি পুরুষ ছিলো না? আবরার ফাহাদ কি নারী ছিলো নাকি পুরুষ?

আমাদের দেশের নারীবাদী বুদ্ধিপ্রতিবন্ধীদের একটা কমন ট্রেন্ডেন্সি আছে। পৃথিবীর সব পুরুষকে রেপিস্ট আর পৃথিবীর সব নারীকে ফেরেশতা মনে করা। (কিছুদিন আগে উনাদের ব্লকেরই এক নারীবাদী নেত্রী ধর্ষনে সহযোগিতার অভিযোগে মামলা খেয়েছেন)

জাতের নামে বজ্জাতি নারী পুরুষ সবাইই করে। জাত-বিদ্বেষী না হয়ে অপরাধী-বিদ্বেষী হন। নারী যেমন নির্যাতনের স্বীকার হয়, পুরুষও তেমন হয়। আপনার মা আপনার জন্য হৃদয় দিয়ে দিয়েছেন, এটা যেমন সত্য, আপনার বাবা বা ভাইও আপনার জন্য জীবন দিতে দুইবার ভাববে না এটাও তেমন সত্য। এই পৃথিবীর রাস্তায় রাস্তায় যেমন রেপিস্ট জানোয়ার ঘুরে বেড়ায়, ঠিক তেমনি ঐ রাস্তাতেই আপনাকে ধর্ষনের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া পুরুষও আছে। এই সমাজে যেমন সন্তানকে পুড়িয়ে মারা বা ঘুমন্ত স্বামীর গলা কেটে ফেলা নারী থাকে, তেমনি মানসিক ভারসাম্যহীন স্বামীকে বয়ে বেড়ানো নারীও থাকে। 

কাজেই পুরুষহীন পৃথিবী বা নারীহীন পৃথিবী না, বরং জুলুমহীন পৃথিবীর আওয়াজ তোলাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। 

এর বাইরে গিয়ে আপনি যদি পুরুষহীন পৃথিবীর ডাক দেন বা পুরুষ বিদ্বেষের ডাক দেন, তবে আমি আপনাকেও ঐ রেপিস্টদের চেয়ে কম ভয়ংকর মনে করি না। স্যরি।
#সংগৃহীত

Comments

Popular posts from this blog

সারজিসউদ্দিলার জমিদার বংশ।

যেতে চাইলে বলো!!!!!

স্বামী_স্তী