#ছেলেটির সাথে মেয়েটির 6মাসের
সম্পর্ক।
অতচ এখন পর্যন্ত একে অপরকে দেখতে
পারে
নি। তাদের fbতে প্রথম পরিচয় হয়। তারপর
একে অপরকে ভালোবেসে ফেলে। হটাৎ
একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করে
বলে
আমাদের তো 6 মাস হয়ে গেল কিন্তু
এখনো
তোমাকে দেখতে পারিনি।চল আমারা
দেখা করি মেয়েটি রাজি হল। একটা
পার্কে তারা দেখা করবে বলে ঠিক
করল।
বিকেল 3টাই তারা সেখানে উপস্থিত
থাকবে। ছেলেটি 3টার আগেই গিয়ে
নির্দিষ্ট স্থানে বসে রইল। কিন্তু 3টা
বেজে 4টা বাজল 4টা বেজে 5টা
এভাবে
সন্ধা হল কিন্তু মেয়েটি আসল না।
ছেলেটি
তখন ফোন করে দেখে নাম্বার বন্ধ fbতে
লগ
ইন করে দেখে মেয়েটির আইডি
ডিএক্টিভ
করা। দুঃখ ভরা মন নিয়ে ছেলেটি চলে
যায়। রাতে একা একা বারান্দাই বসে
মেয়েটির প্রতারনা করার কথা ভাবতে
থাকে আনমনা হয়ে। ঠিক তখনি মেয়েটির
ফোন সাথে সাথে সে রিসিভ করল।
মেয়েটি তখন বলে আমি এসে ছিলাম
আমি
তোমাকে দেখেছি ।তুমি অনেক সুন্দর
স্মার্ট। আমি দেখতে অনেক কালো আমি
তোমার যোগ্য নয়। তুমি আমাকে ভুলে
যাও।
ছেলেটি তখন বলে দেখো আমি তোমার
রূপকে ভালোবাসি নি। আমি তোমার
মনকে
ভালোবেসেছি। আমরা কালকে আবার
একই
স্থানে দেখা করব তুমি কাল আবার
আসবে।
মেয়েটিকে আর কোন কথা বলার সুযোগ
না
দিয়ে সে ফোন কেটে দিল। ছেলেটি
আবার
নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট সময়ে
সেখানে
বসে ওইল। কিছুক্ষণ পর মেয়েটি আসল
এসে
ছেলেটির পাশে বসল। কিন্তু মেয়েটিকে
দেখার কোন সুযোগ ছিল না।কারন সে
বোরকা পড়ে হাতে পায়ে মোজা পড়ে
এবং
চোখে চশমা পড়ে এসেছে। কিছুক্ষণ
তারা
চুপচাপ বসে থাকে। তারপর ছেলেটি বলে
আচ্ছা তুমি মুখটা একটু খুলো আমি
তোমাকে
একটু দেখি। মেয়েটি বললো আমি দেখতে
খুব
কুৎসিত আমাকে দেখলে তুমি দৌড়ে
পালাবে আর বলবে ভূত ভূত। ছেলেটি তখন
বললো চল আমরা কাজি অফিসে যায়
বিয়ে
করে তারপরেই দেখব। তখন আর চাইলেও
পালাতে পারব না। মেয়েটি তখন
মুখোসটা
খুলে বলে এই যে মিষ্টার এত তারাতারি
বিয়ে। ছেলেটি তখন তার দিখে
একদৃষ্টিতে
তাকিয়ে থাকল। মেয়েটি বলে কি দেখো
এভাবে তাকিয়ে। ছেলেটি তখনো
মেয়েটিকে দেখতে লাগল যেনো
স্বর্গের
কোন পরীকে দেখছে। ছেলেটি তখন
বললো
তুমি এত সুন্দর আগে বলো নি কেনো।
মেয়েটি বললো আমি তোমাকে পরিক্ষা
করে দেখলাম তুমি আমার মনকে
ভালবাসো
নাকি রূপকে পারিক্ষায় তুমি 100 থেকে
110
পেয়েছ। এভাবেই কেটে গেল তাদের
স্বপ্নের মত একটি বিকেল।
তারপর তারা ১ বছর পর বিয়ে করে
ফেললো চলছে তাদের সুখের সংসার,,,,,,,, 
ভালো লাগলে রিকুয়েস্ট দিতে ভুলো না বন্ধু
দ্যা গ্রেট অপদার্থ

Comments

Popular posts from this blog

সারজিসউদ্দিলার জমিদার বংশ।

যেতে চাইলে বলো!!!!!

স্বামী_স্তী