#ভালোবাসুন আপনার বউকে!!!!



d caption
#যদি বউ টা বলে" একটু আসো তো
একা একা রান্না করতে পারছি না
তাহলে ভেবোনা সে তোমাকে খাটাতে যাচ্ছে !
সে চায় তুমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরো!!
যদি বউটা বলে "কই গো" একা একা শাড়ি
পরা যায়?, একটু আসো!
তাহলে শুয়ে থেকো না।
সে চায়, শাড়ী কচি ধরে নাবি ঘেঁষে
তোমার নিজ হাতে শাড়িটা পরিয়ে দাও!
যদি বউটা বলে"এত দেরি করে বাড়িতে
ফিরছো কেন?
তাহলে ভেবো না সে তোমাকে সন্দেহ করছে।
সে চায় " অনেক টা সময় তোমার সাথে থাকতে।
যদি বউটা বলে "আজ তোমাকে ঘুমাতে দিবো না"
তাহলে মনে করো না সে তোমাকে সহ্য করতে পারে না।
সে চায় " আজ রাতে গোছালো বিছানাটা এলোমেলো হউক দুইজনর দুষ্টুমিতে।
আর কি করে বুঝাবো?
আসল কথা হলো "
"কেউ পাইনা আর কেউ খায়না"
ভালোবাসুন আপনার বউকে!
মনে রাখবেন সে শুধু আপনার স্ত্রী নয়.
আপনার বন্ধু ও!!

Comments

Popular posts from this blog

সারজিসউদ্দিলার জমিদার বংশ।

যেতে চাইলে বলো!!!!!

স্বামী_স্তী