আমার সর্বস্ব কে আমি
নিলামে বিক্রি করে দিতে চাই।
এমন কেউ কি নাই?
আমার সর্বস্ব কে কেনার?
এমনিতেই আমার অনেক ঋন।
ভালবেসে আমার ঠোটে প্রথম
যে মেয়েটি চুমু এঁকেছিলেন তার ঋন।
যে মেয়েটি আমার হাত তার হাতে জড়িয়ে
আলতে করে খুলেছিল জামার আস্তিন,
কাঁচুলি খুলে উন্মুক্ত বুক আমার বুকে
চেপে রেখেছিল তার অপরিশোধিত ঋন।
আজ ঋণের বোঝায় আমি জর্জরিত,
দেওলিয়া আমি ভালবাসাহীন।
কেউ কি নাই আমার সর্বস্ব কে কেনার,
নিজের দামে শোধ করম দাম ভালবাসার।
নিলামে বিক্রি করে দিতে চাই।
এমন কেউ কি নাই?
আমার সর্বস্ব কে কেনার?
এমনিতেই আমার অনেক ঋন।
ভালবেসে আমার ঠোটে প্রথম
যে মেয়েটি চুমু এঁকেছিলেন তার ঋন।
যে মেয়েটি আমার হাত তার হাতে জড়িয়ে
আলতে করে খুলেছিল জামার আস্তিন,
কাঁচুলি খুলে উন্মুক্ত বুক আমার বুকে
চেপে রেখেছিল তার অপরিশোধিত ঋন।
আজ ঋণের বোঝায় আমি জর্জরিত,
দেওলিয়া আমি ভালবাসাহীন।
কেউ কি নাই আমার সর্বস্ব কে কেনার,
নিজের দামে শোধ করম দাম ভালবাসার।

Comments
Post a Comment