পরকীয়া
#বছর দুয়েক আগে নারায়নগঞ্জে এক মা তার দুই সন্তানকে কাঁথা দিয়ে পুড়িয়ে হত্যা করেন । সন্তানদের অপরাধ কী ছিলো জানেন? অপরাধ ছিলো মায়ের পরকীয়া দেখে ফেলা। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের আরেক মা তার সন্তানকে পুড়িয়ে হত্যা করেন। কেন? সেই একই কারণ।ছেলেটি পরকীয়া দেখে ফেলেছিলো। এবার আসুন ময়মনসিংহে। সৌদি প্রবাসী স্বামী ফিরে আসার পর তাকে মেরে তার স্ত্রী মাটি চাপা দিয়ে রেখেছিলেন। পাশের বাড়ির একটা ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো তার। ঐশীর কথা আমরা সবাই জানি। যে মাদকাসক্ত মেয়ে তার বাবা মাকে হত্যা করেছিলো নৃশংসভাবে। কোন নৃশংসতার সাথে আপনি এর তুলনা করবেন? এগুলো বিচ্ছিন্ন ঘটনা না। একটু সার্চ দেন কষ্ট করে। মাসে স্ত্রীর হাতে কতজন স্বামী বা সন্তান মারা যায়, তার একটা হিসেব পাবেন। এখন উপরের ঘটনা দিয়ে আমি যদি নারী জাতিকে প্রতারক বা খুনি বলি? বা যদি বলি, পৃথিবীটা নারীমুক্ত হলে খুব ভালো হতো, তাহলে একজন নারী হিসেবে আপনার কেমন লাগবে? এবার আসুন বগুড়ার আদমদিঘীতে। নিপেন চন্দ্র দাস নামে একজন মানসিক ভারসাম্যহীন লোককে বিয়ে দেওয়া হয়েছিলো শিখা রাণী পালের সাথে। শিখা রাণী পাল আজ পনেরো বছর যাবৎ মানস...