Posts

Showing posts from October, 2019

ভালোবাসা অমর

Image
#মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী তুলিকে হত্যা করলাম। নিজের হাতে বিষ মিশানো দুধ খাইয়েছি ও কে। অবাক করা বিষয় কি জানেন? তুলি জানতো আজ আমি ওকে খুন করবো। এমনকি ও এটাও জানতো যে দুধে বিষ আছে। তারপরও ও আমার হাত থেকে দুধটা হাসি মুখে খেয়ে নিলো। দুধ খেয়ে বললো আমি তোমাকে ‌শেষ বারের মত জড়িয়ে ধরে তোমার চোখে একটা চুমো খাবো? আমি কিছু বলতে পারিনি। কি বলবো? শুধু ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছিলাম। ও আমার চোখে একটা চুমো দিলো। তারপর আমার বুকে ঘুমিয়ে পরলো। আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে আসলাম। এখন আমি লিখছি। কি লিখছি জানেন? জীবনের কিছু কথা লিখছি। তুলিকে খুন করার কোন কারন আমার কাছে নাই। কারন তুলির মত স্ত্রী পাওয়া যে কোন পুরুষের জন্য ভাগ্যের বিষয়। যে মেয়ে তার সবটা দিয়ে তার স্বামীকে ভালোবাসে, শ্বশুর শ্বাশুরির সম্মান করে , নিজের সংসারটা কে মন্দিরের ন্যায় পুজ্যনীয় মানে সে মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে কি তুলির কোন পরকিয়া ছিলো ? ছিঃ এ কথা মুখে আনাও পাঁপ। কারন তুলি ছিলো যথেষ্ট ধার্মিক মেয়ে। ওর পুরো পৃথিবী জুড়ে ছিলাম শুধু আমি আর আমাদের সংসার। তাহলে আমি ...
Image
#মেয়েটি অষ্টম শ্রেনীতে পড়তো, আর ছেলেটি দশম শ্রেনীতে পড়তো তখনই তাদের রিলেশন হয়, দুইবছর যাবত সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে, এর পর মেয়েটি যখন দশম শ্রেনীতে উর্ত্তীর্ন হয় তখন মেয়েটির মা-বাবা মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্বান্ত নেয়, কথাটি মেয়েটি ছেলেটিকে বলে এখন কি করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ছেলেটি ও মেয়েটিকে সত্যিই ভালোবাসতো, ছেলেটি কি করবে.? ছেলেটির বড় ভাই একটা আছে সে ও বিয়ে করে নাই, এখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে ক্যাম্নে..? মা-বাবা কে বলবে ক্যাম্নে, চরম টেনশনে পড়ে গেলো, ' ছেলেটি নিজের মান-সম্মানের দিকে না তাকিয়ে মা-বাবা কে কান্না করে, আকুতি-মিনতি করে বল্লো মেয়েটি ও আমাকে ভালোবাসে, আমি ও তাকে ভালোবাসি, যদি আপনারা মেনে না নেন আমাদের দুটি প্রান অকালে ঝরে যাবে, আমরা আত্মহত্যা করবো, এমন অবস্থা দেখে ছেলেটির বাবা মা রাজি হলো, ছেলেটির বাবা-মা ও এলাকার মেম্বার কে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েদের বাড়িতে যায়, মেয়েটির বাবা কোন ভাবেই রাজি নই, পরবর্তী তে থ্রেড দেয় দ্বিতীবার বিয়ের কথা বল্লে আমি মামলা করতে বাধ্য হবো, সবার সামনে অপমান করে ছেলেটির বাবা মা কে,...
Image
#সিগারেট টানছিলাম, পাশে কেউ গেঞ্জি ধরে টানলো। ঘুরে দেখলাম এক ৭-৮ বছরের একটা ছেলে। -দাদা ৫ টাকা দাও না। -৫ টাকায় কি হবে ? -ভাত খাবো। -৫ টাকায় ভাত হয় ?? -অল্প করে খাবো। -(speechless !!) কত টাকা হলে বেশি করে খাওয়া হবে ? -৫০ টাকা। ভাত ১০ আর তরকারি ৪০। দেবে ? -হুম দিতে পারবো। -এত টাকা দেবে !! (চোখে মুখে বিস্ময়) তাহলে ভাত কিনে দিতে হবে না,একটা অন্য জিনিস দেবে ? -কি জিনিস ? -ঐ টাকার চাল কিনে দাও। ঘরে নিয়ে যাবো। মা এর সাথে খাবো। -বাড়িতে কে কে আছে তোমার ? -মা বোন আর দাদা । মা হাটতে পারেনা। বোন বাড়ি বাড়ি কাজ করে। দাদা চা এর দোকানে থাকে। আমি ভিক্ষা করি। - তোমার বাবা ? -চলে গেছে অনেক আগে, মনে নাই। -হুম। পড়াশোনা কর না ? -পড়লে ভিক্ষা করতাম কখন ? খাওয়া জুটবে না। ১ কেজি চাল আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম। ৪ জনের সংসারে একদিন চলে যাবে। খুব অদ্ভুত ভাবে বেড়ে ওঠে ওরা।খুব অল্প বয়সেই জীবনকে বুঝে নিতে শেখে। ৭ বছরে যথাসম্ভব আমি ক্লাশ “টু” এ পড়তাম। বিকালে ছবি আঁকতাম। অবসরে ওটাই শখ ছিল। নিশ্চিন্তে ছবি আঁকতাম। খাবার জুটবে কোথা থেকে এই চিন্তা অন্তঃত ছিলনা। “পড়লে খাওয়া জুটব...
Image
#ছেলেটির সাথে মেয়েটির 6মাসের সম্পর্ক। অতচ এখন পর্যন্ত একে অপরকে দেখতে পারে নি। তাদের fbতে প্রথম পরিচয় হয়। তারপর একে অপরকে ভালোবেসে ফেলে। হটাৎ একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করে বলে আমাদের তো 6 মাস হয়ে গেল কিন্তু এখনো তোমাকে দেখতে পারিনি।চল আমারা দেখা করি মেয়েটি রাজি হল। একটা পার্কে তারা দেখা করবে বলে ঠিক করল। বিকেল 3টাই তারা সেখানে উপস্থিত থাকবে। ছেলেটি 3টার আগেই গিয়ে নির্দিষ্ট স্থানে বসে রইল। কিন্তু 3টা বেজে 4টা বাজল 4টা বেজে 5টা এভাবে সন্ধা হল কিন্তু মেয়েটি আসল না। ছেলেটি তখন ফোন করে দেখে নাম্বার বন্ধ fbতে লগ ইন করে দেখে মেয়েটির আইডি ডিএক্টিভ করা। দুঃখ ভরা মন নিয়ে ছেলেটি চলে যায়। রাতে একা একা বারান্দাই বসে মেয়েটির প্রতারনা করার কথা ভাবতে থাকে আনমনা হয়ে। ঠিক তখনি মেয়েটির ফোন সাথে সাথে সে রিসিভ করল। মেয়েটি তখন বলে আমি এসে ছিলাম আমি তোমাকে দেখেছি ।তুমি অনেক সুন্দর স্মার্ট। আমি দেখতে অনেক কালো আমি তোমার যোগ্য নয়। তুমি আমাকে ভুলে যাও। ছেলেটি তখন বলে দেখো আমি তোমার রূপকে ভালোবাসি নি। আমি তোমার মনকে ভালোবেসেছি। আমরা কালকে আবার একই স্থা...

#ভালোবাসুন আপনার বউকে!!!!

Image

সাবধান

Image
# সাবধান ⚠ 🚫 """""""""""""""""""""""""" আপনি নিজে একজন নারী হয়ে অন্য একজন নারীকে বিয়ে করতে যাচ্ছেন না তো ❗ মনে রাখবেন, আমাদের দেশের অধিকাংশ পুরুষ কিন্তু আসলে পুরুষ নয়- তারা আসলে নারী!বরং নারী থেকেও বেশি নারী ❓ কারণঃ- এরা সপ্তাহে ছয়দিন হায়েয (পিরিয়ড) অবস্থায় থাকে। তাই জুম’আর সালাত ছাড়া বাকি ছয়দিন অন্য সালাত আদায় করে না। এদের মুখ যুবতী নারীদের থেকেও কোমল, দাঁড়ীবিহীন। অথচ আল্লাহ দাঁড়ি দিয়ে ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। এরা মাটি অব্দি কাপড় পরিধাণ করে। যাতে করে কোনো পুরুষ তাদের পায়ের টাকনু দেখতে না পায়। অথচ ইসলামের দৃষ্টিতে এটা মেয়েদের বিধান, আর ছেলেদের বিধান হচ্ছে টাকনুর উপর কাপড় পরিধান করা। এরা বেশিরভাগ সময় মেয়েদের সাথে বন্ধুত্ব করে, তাই তাদের বান্ধবীর সাথে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। একজন ছেলে হয়ে অন্য একজন বেগানা মেয়ের সাথে বন্ধুত্ব করার অধিকার ইসলাম দেয় নি। সুতরাং যেহেতু সে নিজেই একজন মেয়ে, তাই মেয়েদের সাথে বন্ধুত্ব করে, ঘ...
Image