Posts

Showing posts from August, 2021

#লজ্জা নয় জানতে হবে

Image
গোনাহ_থেকে_বাঁচুন, এক বার হলেও পড়ুন, 👉👉লজ্জা নয়❌❌ জানতে হবে✅✅  বিয়ের আগে না জানার কারণে,ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/ কলেজগুলোতে সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে😢   তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে 😭 জরীপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্য হতে ৮৫% আর মেয়েদের মধ্য হতে ৬৫%  এই বদ অভ্যাসে জড়িত😥😥 যেটাকে আরবীতে বলা হয় 👉আননিকাহু বিল ইয়াদী অর্থাৎ( হাতের সাথে বিবাহ করা) ইংরেজীতে বলা হয় Masturbation  আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন। যেটাকে নবীজি (সাঃ) হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অত্যন্ত  ভয়ানক এটা করার কারণে, কিয়ামতের দিন আঙ্গুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে। বাকিটা ফেরেশতারা টেনে বের করবেন😭😭 অন্য আরেক জাগায় বলা হয়, এটা করার কারণে যে semen বাহির হয়, কোন কোন ডাক্তার বলে থাকেন, একবারের semen এ ২০লক্ষ শুক্রাণু থাকে। সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাশয়ে গিয়ে বাচ্চার জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন , এই শুক্রাণুগুলোর জ...

অহংকারীর পতন

Image
অহংকার সব জায়গায় চলেনা। ====================== সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব ৷ কিন্তু সাপ ছিলো বেজায় অহংকারী ৷ অহংকারের বশে সে কখনো ডানে, কখনো বাঁয়ে এভাবে হেলেদুলে চলত ৷ ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো ৷ সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগল ৷ এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিলো ৷ দু'জনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বললো, "বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেইতো পার ৷" সাপ বললো, "বন্ধু, যারে দেখতে নারি তার চলন বাঁকা ৷ তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয় ৷" টাকি মাছ বললো, "ব্যাপারটা আসলে তা নয় ৷ তোমার বাঁকা চলার কারনে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না ৷" সাপ বললো, "বাপ-দাদার চৌদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে?" একেতো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ ৷ টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস ফোঁস করে ফুলেতে থাকে ৷ তর্ক- বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা...

হতাশ হবেন না

Image
হতাশ হবেন না....... বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর। ঢাকায় যখন সকাল ৬ টা বাজে, লন্ডনে তখন রাত ১২ টা। সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে.. এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)! পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে.. কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান! অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে। কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন! মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল.. প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, ...

#দাড়ি

Image
ভার্সিটিতে প্রথম যেদিন ক্লাস করতে যাই সেদিন স্যার একে একে সবার সাথে পরিচিত হচ্ছিলো। আমি যখন দাঁড়িয়ে নিজের পরিচয় দিবো তখন স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো, - তুমি কি আই এসের সদস্য? এই ভার্সিটিতে ভর্তি হয়েছো জঙ্গি হামলা করার জন্য না কি? স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো। আমি মাথাটা নিচু করে স্যারকে বললাম, -- স্যার, আপনার কথাটা ঠিক বুঝলাম না। স্যার আবারও হাসতে হাসতে বললো, - তোমার মুখ ভর্তি দাড়ি দেখে তো এটাই মনে হলো। সেদিনের পর কেউ আমাকে আবুল বাশার বলে ডাকে না। সবাই জঙ্গি বাশার বলেই ডাকে... স্যারকে দেখতাম মাঝে মাঝেই মজার চলে আমাকে নানা রকম অপমান করতো। সেদিন স্যার আমাকে দেখিয়ে সবাইকে বললো, - বাশারের থেকে কিছু শিখো তোমরা। ৩ দিন পর পর সেভ করলে নাপিতকে ৫০ থেকে ১০০ টাকা দিতে হয়।কিন্তু বাশারের দিতে হয় না কারণ সে দাড়ি রেখে দিয়েছে৷ একটা ভালো জিন্স প্যান্ট কিনতে গেলে ২৫০০ টাকা লাগে একটা ভালো শার্ট কিনতে গেলে ১৫০০ টাকা লাগে কিন্তু বাশারের এইসব কিছুই লাগে না। সে ৫০০ টাকা দিয়ে পাঞ্জাবি পায়জামা বানিয়ে ফেলতে পারে। তোমরা ছেলেরা সবাই খরচ কমাতে বাশারকে ফলো করো। স্যারের মুখ থেকে এইসব কথা শুনে ...

#অবহেলাপূর্ণ

Image
এই যে এত অবহেলা করছো, তিলে তিলে মারছো। আমার কষ্ট হয় দেখছো না? এই যে ভালোবাসো- বাসো না এমন দ্বিধা দ্বন্দে আমাকে রাখছো। তার থেকে একদিন বরং আমাকে ছেড়েই দাও তুমি! কি হবে আর? দু দিন কষ্ট পাবো, তিন দিন কষ্ট পাবো কিংবা বছর! অথবা সারাজীবন না হয় তোমার দেওয়া কষ্ট বহন করেই বেঁচে রইলাম! মাঝে মাঝে যখন অন্যদের হাত ধরাধরি করে হেঁটে যেতে দেখবো কিংবা যখন দেখবো কোনো পার্কের বেঞ্চিতে জোড়া শালিক বসে আছে। তখন হয়তো তোমাকে যত্ন করে মনে করে কাঁদবো। কিন্তু তারপর তো আবার স্বাভাবিক হবো। জীবনের প্রয়োজনে তুমি নামক মেমরি কার্ড কে মন নামক ডিভাইসে তালা বদ্ধ করে আমি আবারো স্বাভাবিক হবো। কিন্তু এখন এসব কি হচ্ছে? এই ভালোবাসি, বাসি না এর যাতা কলে পিষ্ঠ হতে হতে আমি ধুকে ধুকে মরে যাচ্ছি! পারছি না আর আমি, বিশ্বাস করো পারছি না। এভাবে আর দিধা দ্বন্দে না রেখে, আড়াল পর্দা সরিয়ে তুমি বরং আমাকে বলেই দাও, চলে যাও। আমি তো তোমার বাধ্য প্রেমিকা। তোমার কথা রাখতে চলে যাবো বহুদূর! তারপর দুবেলা বৃষ্টি নামিয়ে আমি আবারো স্বাভাবিক হবো। তুমি নামক নেশা কাটিয়ে। আমি আবার ও তুমি হীন পূর্বের মতো দিন কাটাবো। যেখানে তুমি থাকবে না, কিন্তু তোমাকে ঘের...

আমি তাকে ভালবাসি

Image
এক লোক,সে ছিল তার স্ত্রীর জন্য পাগল, যদিও তাদেরদাম্পত্য জীবনের এই ১০ বছর খুব মসৃন ও সবসময় সুখকর ছিল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন সে তার স্ত্রীর মধ্যে এমন কি পেয়েছে যার জন্য সে তার প্রশংসামুখর, সে বললঃ " যখন থেকে আমাদের সংসারের শুরু, আমার অবস্থা যতই খারাপ হচ্ছিল, আমার স্ত্রীআরো বেশী বেশী করে অনুরোধ করছিল আমাকে নামাজ আদায় করার জন্য, কখনই সে এই নসিহত করা বাদ দেয় নাই। বছরের পর বছর পার হয়ে গেলেও আমি তার এই কথার কোন মূল্য আর পাত্তা দেই নাই। কিন্তু, যেদিন আমাদের ১০ম বিবাহ বার্ষিকীর দিন ঘনিয়ে এল আমি তাকে জিজ্ঞেস করলাম, সে এবার উপহার হিসেবে কী পাওয়ার ইচ্ছা করছে আমার কাছে। সে খুব সোজা ও সুন্দরভাবে উত্তর দিয়ে বলল, "তুমি যদি আজ থেকে নামাজ পড়া শুরু কর তবে সেটাই হবে আমার জীবনের সবথেকে দামী উপহার পাওয়া" আমি তাকে সেদিন আর না করতে পারি নাই, তার কথা ফেলে দিতে পারি নাই। তখন থেকেই আমি আমার নামাজের ব্যাপারে সচেতন এবং নিয়মিত। আলহামদুলিল্লাহ!   আমার জীবনের এত্ত সুন্দর একটা পরিবর্তনের কারন সেইই এবং আমি তাকে ভালবাসি। আজো আমি দুঃখ করি যে আমার জীবনের কত মূল্যবান সময় অপচয় করেছি এই ...

#বন্ধুত্বপূর্ণ

Image
শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে।" একই কথা বলেছেন আইরিশ কবি #Oscar_Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।" -- #হুমায়ূন_আহমেদ বলেছিলেন, "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।" -- ✅ সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক। তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে #Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে...

#আকাঙ্খা

Image
#মধ্যরাতে শক্ত করে কেউ বুকে চেপে নিয়ে আলতো করে কানে বলুক, ভালোবাসি। "হুটহাট রাগিয়ে দিয়ে চুলের খোঁপা খুলে দিয়ে, চুলে নাক ডুবিয়ে বলুক, ভালোবাসি। "চায়ে বিস্কুট ডুবানোর মতো করে, কেউ আমাকে তার ভেতরে ডুবিয়ে বলুক, ভালোবাসি। "রক্ত রাঙা লাল চোখে আঙুলে শক্ত করে ধরে কেউ বলুক ভালোবাসি। "আধভাঙ্গা ঘুম কন্ঠে, ঘুমের ঘোরে স্বপ্নের চোখ ছেড়ে, কেউ বলুক ভালোবাসি। "ভালোবাসার জন্য মরে গিয়ে বার বার ফিরে আসা ক্লান্ত এক ভিখারি "অবহেলার করাঘাতে খুন হওয়া এই আমিটা, এইবার ভালোবাসা চাই। "আঙুলে আঙুল রেখে দূর আকাশ ছুঁয়ে দিতে চাই। "এবারও মরতে চাই তবে ভালোবাসার প্রবল করাঘাতে.. #আকাঙ্খা

পদ্মা সেতু

Image
আব্বা যেদিন মারা যান, ওই দিন সকাল দশটার মধ্যে ঢাকায় থাকার কথা ছিলো। সবকিছু ঠিকঠাক। কিন্তু শিবচরঘাটে এ্যাম্বুলেন্স পৌঁছানোর পর শুনলাম নাব্যতা সংকটে ফেরী বন্ধ। দীর্ঘ অপেক্ষার পরে দুপুরের দিকে এ্যাম্বুলেন্স নিয়ে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পার হয়ে মানিকগঞ্জ, সাভার ঘুরে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। আব্বা ফার্মগেটের কাছাকাছি থাকা অবস্থায় মারা গিয়েছিলেন। মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহর হাতে। তবুও সন্তান হিসেবে একটা আফসোস আজীবনই থেকে যাবে। হয়তো সঠিক সময়ে ঢাকা পৌঁছাতে পারলে আব্বা বেঁচে থাকতেন। মৃত্যুর সময়টাতে অন্তত অনেকেই পাশে থাকতে পারতাম। আমাদের বাড়ি থেকে ঢাকার দূরত্ব মাত্র ১১০ কি.মি.। কিন্তু একটি দিন লাগিয়েও ঢাকায় পৌঁছাতে পারেনি।  লঞ্চ তখন চাঁদপুরের মোহনায়। মধ্য রাত। মুষলধারে বৃষ্টি, তীব্র ঝড় আর উথাল-পাতাল ঢেউ। ঢেউয়ের সাথে সাথে পানি ঢুকছে লঞ্চেও। গতিপথ ঠিক রাখতে বাতাস সঞ্চালনের জন্য লঞ্চের জানালার কাপড় তুলে দেওয়া হয়েছে। চোখ খোলা যাচ্ছে না বৃষ্টির পানির ঝাপটায়। সবাই দোয়া-দুরুদ পড়ছে। লঞ্চের কর্মচারীরা সবাইকে তওবা পড়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে বললেন। অল্প কিছু লাইফ বয়া, তার জন্য হ...

#সস্তা_ মানুষ

Image
আ‌মি ‌নিরবতা ভে‌ঙ্গে বললাম, - নীলু ??? নীলু নরম গলায় বল‌লো, - ব‌লো শুন‌ছি । - আ‌মি কি তোমা‌কে ‌বিরক্ত করলাম এ‌তো রা‌তে ফোন ক‌রে ? নীলু বল‌লো, - ‌কিছু প্রশ্ন অ‌ন্যজন কে করার আ‌গে নি‌জে‌কে কর‌তে হয় তার স‌ঠিক উত্তর জানা যায় ।অন্য জন‌কে কর‌লে তে‌া অালগা ‌পি‌রি‌তের জন্যও বিরক্ত হ‌চ্ছি না ব‌লে থা‌কে । - তাহ‌লে ফোন কি রে‌খে দেব ? - তু‌মি ফোন রাখ‌লে আ‌মি ঘুমা‌বো । - আচ্ছা ভা‌লো থা‌কো নীলু । -  আ‌মি ফোন কে‌টে দেবার আ‌গেই নীলু ফেনে কে‌টে দি‌য়ে‌ছে ।আ‌মি খুব সস্তা দা‌মের সিগা‌রে‌টে ঠোঁ‌টে গু‌জে দি‌য়ে‌ছি ।গাল ভ‌র্তি ধোঁয়া ছাড়‌তে ছাড়‌তে ম‌নে হ‌লো, ‌কিছু মানু‌ষ আস‌লেই খুব সস্তা হ‌য়ে পৃ‌থিবী‌তে বসবাস ক‌রে ।তা‌দের ভা‌লোবাসার কোন দাম নেই ।এক পয়সাও দাম নেই ।না দাম নেই । - - -  #সস্তা_মানুষ •••