#সস্তা_ মানুষ

আ‌মি ‌নিরবতা ভে‌ঙ্গে বললাম,
- নীলু ???
নীলু নরম গলায় বল‌লো,
- ব‌লো শুন‌ছি ।
- আ‌মি কি তোমা‌কে ‌বিরক্ত করলাম এ‌তো রা‌তে ফোন ক‌রে ?
নীলু বল‌লো,
- ‌কিছু প্রশ্ন অ‌ন্যজন কে করার আ‌গে নি‌জে‌কে কর‌তে হয় তার স‌ঠিক উত্তর জানা যায় ।অন্য জন‌কে কর‌লে তে‌া অালগা ‌পি‌রি‌তের জন্যও বিরক্ত হ‌চ্ছি না ব‌লে থা‌কে ।
- তাহ‌লে ফোন কি রে‌খে দেব ?
- তু‌মি ফোন রাখ‌লে আ‌মি ঘুমা‌বো ।
- আচ্ছা ভা‌লো থা‌কো নীলু ।
আ‌মি ফোন কে‌টে দেবার আ‌গেই নীলু ফেনে কে‌টে দি‌য়ে‌ছে ।আ‌মি খুব সস্তা দা‌মের সিগা‌রে‌টে ঠোঁ‌টে গু‌জে দি‌য়ে‌ছি ।গাল ভ‌র্তি ধোঁয়া ছাড়‌তে ছাড়‌তে ম‌নে হ‌লো, ‌কিছু মানু‌ষ আস‌লেই খুব সস্তা হ‌য়ে পৃ‌থিবী‌তে বসবাস ক‌রে ।তা‌দের ভা‌লোবাসার কোন দাম নেই ।এক পয়সাও দাম নেই ।না দাম নেই ।
-
-
#সস্তা_মানুষ •••


Comments

Popular posts from this blog

সারজিসউদ্দিলার জমিদার বংশ।

যেতে চাইলে বলো!!!!!

স্বামী_স্তী