#আকাঙ্খা

#মধ্যরাতে
শক্ত করে কেউ বুকে চেপে নিয়ে আলতো করে কানে বলুক, ভালোবাসি।

"হুটহাট রাগিয়ে দিয়ে
চুলের খোঁপা খুলে দিয়ে, চুলে নাক ডুবিয়ে বলুক, ভালোবাসি।

"চায়ে বিস্কুট ডুবানোর মতো করে, কেউ আমাকে তার ভেতরে ডুবিয়ে বলুক, ভালোবাসি।

"রক্ত রাঙা লাল চোখে
আঙুলে শক্ত করে ধরে কেউ বলুক ভালোবাসি।

"আধভাঙ্গা ঘুম কন্ঠে, ঘুমের ঘোরে স্বপ্নের চোখ ছেড়ে, কেউ বলুক ভালোবাসি।

"ভালোবাসার জন্য মরে গিয়ে বার বার ফিরে আসা ক্লান্ত এক ভিখারি

"অবহেলার করাঘাতে খুন হওয়া এই আমিটা, এইবার ভালোবাসা চাই।

"আঙুলে আঙুল রেখে
দূর আকাশ ছুঁয়ে দিতে চাই।

"এবারও মরতে চাই
তবে
ভালোবাসার প্রবল করাঘাতে..

#আকাঙ্খা


Comments

Popular posts from this blog

সারজিসউদ্দিলার জমিদার বংশ।

যেতে চাইলে বলো!!!!!

স্বামী_স্তী