আজকাল ভালোবাসা মানে সেক্স !!!!!
আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে
ভালোবাসা মানে সেক্স!!
↓
২/৩ মাসের সর্ম্পকের পরই নাকি এটা
প্রয়োজন হয়ে দাড়ায়!! কিছু মাস বা ১/২
বছর পর এমন এক পরিস্থিতি দাড়ায়,, এক
জিনিস কয়দিন ভালো লাগে??? নতুন
স্বাদের আশায় ভিন্ন মানুষ!!
.
কিন্তু এটা চরম সত্য যে,, ৯৮% ছেলেই কোন
স্বার্থ ছাড়া শারীরিক সর্ম্পকের পর কোন
মেয়েকে তার ঘরের বউ হিসেবে মেনে
নিতে চায়না !! ( আমি একজন মেয়ে হয়েও
সত্যি টা আজ উপস্থাপন করলাম।)
.
# মেয়েদের_বলছিঃ আধুনিক যুগে মন
দিয়েছো বুঝলাম,, একবার ভেবে দেখো
তোমাকে বিয়ে করতে একটা ছেলের
চাকরি জোগাড়, পরিবারকে রাজি
করানো, মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি
কত ঝামেলা আর টাকার ব্যাপার,, এর পর
সে তোমাকে পাবে,
↓
এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে
দাও আর এত ঝামেলা করতে কি তার মন
চাইবে??? বিয়ে না করে ২টা মিষ্টি কথায়
সব হলে পাগলেও বিয়ে করবে না
তোমাকে!!
↓↓
★ বোন গো,, নিজেকে সস্তা করো না!!
বোন,, তুমি নিজেও জানোনা যে, তুমি
তোমার মা-বাবার কত দামী আর কত
কষ্টের অর্জিত মূল্যবান সম্পদ!!
!!
!!
(( তাই বলি, আসো সময় থাকতে সাবধান হই!!
আসো আমরা একটু ভাবি!! আসো আমরাই শুরু
করি,, একদিন সমাজটাই পাল্টে যাবে!!))
Comments
Post a Comment