Posts

Showing posts from January, 2022

#বর্তমান সময়ের রিলেশনশিপ নিয়ে কিছু কথা।

Image
🥀💔বর্তমান সময়ের রিলেশন এর মধ্যে কমন কিছু মিথ্যা বানী যা রিলেশনের কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায়  🥀💔আস্তে আস্তে তোমাকে এতটাই ভালবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি ভালো থাকতে পারি না আই মিন আমি তোমাকে ছাড়া বাঁচবো না  🥀💔যখন ঝগড়া হবে তখন দূর থেকে সে আপনাকে কান্না মাখা কন্ঠে ফোন দিয়ে বলবে প্লীজ আমার সাথে একটু কথা বলো  🥀💔তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে না পারা তে আমার দমবন্ধ হয়ে আসতেছে  🥀💔প্লিজ আর রাগ করে থাকিস না একটু কথা বল আমার সাথে প্লিজ প্লিজ প্লিজ  🥀💔পরেরদিন দুজনের মধ্যে যখন কথোপকথন চলবে  তখন দেওয়ালের ওপাশ থেকে আপনার ভালোবাসার মানুষ টি বলবে কুত্তা তোর জন্য কালকে রাত্রে আমি না খেয়েই শুয়ে পরেছি 🥀💔জানো কাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি কুত্তা তুই আমাকে অনেক কষ্ট দিছোস কাল রাতে। তুই আমাকে এত কষ্ট দিয়ে কি লাভ পাস বল  🥀💔আমাকে দেখে কি তোর একটুও মায়া হয় না কুত্তা  🥀💔আস্তে আস্তে রিলেশন যখন পুরাতন হয়ে যাবে তখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে অনলাইনে দেখলে নেট অফ করে চলে যাবে  🥀💔কিছুক্ষণ ...

নতুনতর নতুন বিয়ে করলে বউ এর সাথে রোমাঞ্চ করতে একটু বেশীই মনে চায় সবারই।

Image
নতুন নতুন বিয়ে করলে বউ এর সাথে সবারই রোমান্স করতে একটু বেশীই মন চায়।  আমি ও তাই করতেছিলাম।  বিয়ে করছি ১ সপ্তাহ হইছে, গতকাল শশুর বাড়ীতে গেছি। তিন দিন শশুর বাড়ী থাকতে হবে, গতকা ল সারারাত শালা শালীরা প্রচুন্ড বিরক্ত করছে, ঘুমাতেই দেয়নি।  একটু পর পরই শালী এসে  দরজায় নক করে বলে দুলাভাই চা খাবেন? বার্গার খাবেন? এই খাবেন সেই খাবেন, বলে আমার মাথা টা খারাপ করে দিয়েছিলো,  এদিকে শালা বাবু আমার পাশে বসে তার খৎনার কাহিনী শোনাচ্ছ।  কোন স্টাইলে কান্না করছে,কেমনে হাটা চলা করছে,কেমনে ঘুমাইছে, আর কি কি করছে,একেবারে  A টু Z পর্যন্ত বলছে। রাত সাড়ে তিনটা বাজিয়ে ফেলছে। ওই দিকে আমার উনি আরামছে লম্বা একটা ঘুম দিছেন, মাইনকার চিপায় আমারে রেখে। না পাড়তাছি কিছু বলতে না পাড়তাছি সহ্য করতে। যাক ৩ টা ৪৭ মিনিটে শালাবাবুর  কাহিনী বলা শেষ হইছে  শালারে রুমে থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমাতে গেছি,  ঘুমটা আসতেই বউ ডাকা ডাকি শুরু করে দিছে,  সকাল ৮ টা বেজে গেছে, অনেক জোরাজোরি করে ও আরেকটু সময় ঘুমাতে পারিনি,।  ১০ টার সময় না কি আমার চাচা শশুর এর বাসায় নাস্তা করতে হবে...

#পাগলের পাগলীটা জেদি ছিলো খুব

Image
--রাত ১২ টা বাজে হঠাৎ পাগলীটার ফোন, পাগলীটা জেড করতে লাগলো,"নিচে এসো" তাড়াহুড়ো করে নিচে গেলাম"। _ -- আমি: "কি হয়েছে এতো রাতে এখানে কেনো"? পাগলীটা: "তুমি জানো না তোমার চুমু না খেয়ে আমি ঘুমাই না, জলদি চুমু দাও"। আমি: "এখন পারবো না এতো রাতে আমার সাথে কোনো মেয়ে দেখলে বাড়িওয়ালা আমাকে বের করে দিবে"। পাগলীটা: "চুমু না দিলে যাবো না", আর চুমু না দিলে এবার আমি চিৎকার করবো সবাই এসে দেখবে" - __আমি আলতো করে পাগলীটার কপালে একটা চুমু খেলাম। পাগলীটা আমার এক হাত জড়িয়ে ধরলো, আর বললো "এবার আমাকে বাসায় পৌছে দিয়ে এসো"। --কি আর করার, আমিও পাগলীটার সাথে কথা বলতে বলতে ওকে ওর বাসার সামনে ছেড়ে দিলাম। পাগলীটা: "কাল আমরা ঘুরতে যাবো"? আমি: "কাল অফিস আছে, তার পরের দিন যাবো"। পাগলীটা: আচ্ছা ঠিক আছে। __পাগলীটা আমার গালে একটা চুমু খেয়ে আমাকে গুড নাইট বলেই ওর বাসায় ঢুকে পরলো, আমিও আমার বাসায় এসে শুয়ে পড়লাম। _ পরের দিন অফিস থেকে বাসায় ফিরলাম, রাত 9 টা বাজে, সারাদিন পাগলীটার সাথে কথা বলতে পারি নি, ওর কথা ভাবতেই ওর ফ...

#কখন বুঝবেন আপনার নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা গুলো সফল হয়েছে?

Image
#কখন বুঝবেন আপনার নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা গুলো সফল হয়েছে?  ১/আপনি আপনার চঞ্চলতাকে ভুলে অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন! ২/আপনি বুকের ভেতর কষ্ট চেপে,দিব্ব্যি ভালো থাকার নিয়মে চলতে পারেন.. ৩/কাউকে বারবার বোঝানোর চেয়ে,তার কথা গুলোই চুপ করে শোনেন.. ৪/আপনার জীবন থেকে হারানো মানুষ গুলোকে নিয়ে আফসোস করেন না.. ৫/কেউ আপনার সামনে অভিনয় করছে বুঝতে পেরেও,তাকে চুপচাপ সহ্য করেন.. ৭/যেখানে এক-দুই কথাতে তর্কে জড়াতে পারেন, সেখান থেকে লুকিয়ে ফিরে আসেন.. ৮/পুরোনো স্মৃতি হাতড়ে মন খারাপ করাটা আপনার বিরক্তিকর মনে হয়... ৯/কেউ আপনাকে বুঝবে,সেই আশা ছেড়ে নিজের  ভালো লাগাকে একাই গুরুত্ব দেন... ১০/জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষা নিয়ে আর বসতে চান না.. ১১/আগ বাড়িয়ে কারো সাহায্য করা ছেড়ে দিয়েছেন.কেউ চাইলে,শুধু তখনই সাহায্য করেন.. ৮/কারো কাছেই নিজের ইচ্ছে,ভালো লাগাকে প্রকাশ করতে চান না... ১২/কারো উপর অভিমান করেন না,অভিযোগ করাও ছেড়ে দিয়েছেন.. ১৩/শোরগোলের চেয়ে নীরব পরিবেশ টা উপভোগ করেন... ১৪/আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না।কারো অনুভূতি গুলোকে প্রশ্র‍য় দেন না.. ১৫/নতুন কোন মানুষকে আপন করতে চান না। নিজেকে...

স্কুলের বানিজ্য

১. আইয়ানকে স্কুলে ভর্তি করাতে যেয়ে জানলাম, ক্লাস ওয়ানের আগে আরো ৩ টা ক্লাস আছে প্লে, নার্সারি, কেজি, তারপর ওয়ান।  ২. আইয়ানের বয়স ৫ বছর, ক্লাস ওয়ানে উঠতে ৩ বছর লাগবে এটা ভেবে প্লে বাদ দিয়ে নার্সারিতে ভর্তি করলাম।  ৩. প্রথমদিন বাংলা হোমওয়ার্ক দিয়েছে ক-ন পর্যন্ত, ইংরেজি A তে Apple মানে আপেল, Ant মানে পিঁপড়া এটা পৃষ্ঠা ভর্তি করে লেখতে হবে, আরবি প্রথম ১২ অক্ষর।  ৪. পরদিনও একইভাবে নতুন হোমওয়ার্ক। এরপর স্কুলে যেয়ে জানলাম একজন বাচ্চা প্লেতে সব শিখে আসে, এখন সে শব্দ গঠন করতে পারে ধরে নিয়েই আমরা আগাবো। আপনার ছেলেকে প্লেতে ভর্তি করান ৫. আইয়ানের বয়স ৫ বছর, ক্লাস ওয়ানে উঠতে ৩ বছর লাগলে সে মেট্টিক পাশ করবে ১৮/১৯ বছরে, যে বয়সে আমরা মেডিকেলে ভর্তি হয়েছি।  ৬. আবার কেউ যদি আমাকে যুক্তি দেখান যে, স্কুলে দিতে দেরি করে ফেলেছি সেটাও মানতে নারাজ আমি। কারণ একজন বাচ্চাকে জন্মের পর তার শৈশব আপনি নষ্ট করতে পারেন না, জন্মের পরপর ৩-৪ বছর বয়সে বইয়ের বোঝা চাপায়ে দিতে পারেন না, এটা অমানবিক।  ৭. প্রধান শিক্ষকের কাছে যেয়ে বললাম, আইয়ান নার্সারিতেই থাকবে, নিচে নামায়ে দিলে ওর মন খারাপ হতে পারে। ও ক...

চলচ্চিত্রের উন্নয়নে ভুমিকা রাখতে চাই ঃ নিপুণ

Image
চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে চাই : নিপুণ স্টার আনন্দ প্রতিবেদক : দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় নায়িকা ও মডেল  নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার সেক্রেটারি পদে নির্বাচন করছেন। তার প্যানেলের সভাপতি প্রার্থী কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তথা চলচ্চিত্র শিল্পে বড় ধরনের উন্নয়নে ভূমিকা রাখার জন্যেই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান নিপুণ। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এই অঙ্গনের পরিচিত তারকাদের নিয়ে তিনি গড়ে তুলেছেন ইলিয়াস কাঞ্চন – নিপুণ প্যানেল।  নির্বাচন করার নেপথ্য কারণ জানাতে নিপুণ বলেন, এই চলচ্চিত্র জগৎ থেকে আমি অনেক কিছুই পেয়েছি। কিন্তু আজ চলচ্চিত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে আমার মনে হচ্ছে - আমরা একটা ক্রান্তিলগ্ন পার করছি। এই ক্রান্তিকালে আমি একা কিন্তু কিছুই করিনি, আমার পাশে আছেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সাইমন, ইমন, এরা আমার সৈনিক। এরাই কিন্তু আমাকে আজকে এখানে এগিয়ে নিয়ে এসেছেন। আর কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ২৮ জানুয়ারি এই নির্বাচ...

চলচ্চিত্রের উন্নয়নে ভুমিকা রাখতে চাই ঃ নিপুণ

Image
চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখতে চাই : নিপুণ স্টার আনন্দ প্রতিবেদক : দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় নায়িকা ও মডেল  নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার সেক্রেটারি পদে নির্বাচন করছেন। তার প্যানেলের সভাপতি প্রার্থী কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তথা চলচ্চিত্র শিল্পে বড় ধরনের উন্নয়নে ভূমিকা রাখার জন্যেই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান নিপুণ। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এই অঙ্গনের পরিচিত তারকাদের নিয়ে তিনি গড়ে তুলেছেন ইলিয়াস কাঞ্চন – নিপুণ প্যানেল।  নির্বাচন করার নেপথ্য কারণ জানাতে নিপুণ বলেন, এই চলচ্চিত্র জগৎ থেকে আমি অনেক কিছুই পেয়েছি। কিন্তু আজ চলচ্চিত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে আমার মনে হচ্ছে - আমরা একটা ক্রান্তিলগ্ন পার করছি। এই ক্রান্তিকালে আমি একা কিন্তু কিছুই করিনি, আমার পাশে আছেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সাইমন, ইমন, এরা আমার সৈনিক। এরাই কিন্তু আমাকে আজকে এখানে এগিয়ে নিয়ে এসেছেন। আর কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। ২৮ জানুয়ারি এই নির্বাচ...

মেহমানদারি একেই বলে।

Image
🍁🍁🍁"মেহমানদারি একেই বলে" পাঁচ হাজার বছর ধরে চলছে নবী ইব্রাহিম (আঃ) এর মেহমানদারি : যে শহরে কেউ ক্ষুধার্ত থাকে না! না ; এটি কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন বা ওমানের কোন শহর নয়। এটি ফিলিস্তিনের ছোট একটি শহর ‘মদীনাতু খলীল বা খলীল শহর।’ এখানে একটি মসজিদ আছে তা মসজিদে ইব্রাহীম নামে পরিচিত। মসজিদ সংলগ্ন একটি রেষ্ট হাউস বা মুসাফিরখানা, এখানে গমগুঁড়া ও গোশত মিশিয়ে ওদেশের জাতীয় খাবার তৈরি করা হয়, প্রতিদিন দুপুরে ৫০০ থেকে ৩০০০ পরিবারের সদস্যরা পরিতৃপ্তির সাথে খাবার খেয়ে থাকেন। এই খানা তৈরি ও পরিবেশনের জন্য একটি দাতব্য সংস্থা যুগ যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, শহরের বিত্তবানদের সহায়তায় বছরের প্রতিদিনই এই কর্মসূচি চালু আছে, উইকিপিডিয়ার তথ্য মতে সুলতান সালাহউদ্দিন আইউবী পরবর্তী সময়ে সুলতান কালূন সালেহী ১২৭৯খৃ: সালে এই মুসাফির খানা আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা করেন, তবে স্থানীয় বাসিন্দারা জানান, এ সিলসিলা চালু আছে নবী ইব্রাহিম খলিলের যামানা থেকেই, কারণ তিনি মেহমান ছাড়া খাবার খেতে বসতেন না। তাকিয়ায়ে ইবরাহিমী নামে পরিচিত এই খাবার খাওয়ার জন্য দূর থেকেও মুসাফির...

তোমাকে ভোলার জন্য

Image
- রাত ১২ টার পর যখন তোমার স্বামী 😇 - তোমার ব্রা'র ফিতা খুলে, শরীরের ঘ্রাণ নিবে,😇 - তখন একটা যুবকের ছবি তোমার বুকের বামপাশ থেকে মুছে যাবে।🙂💔🥀 - তোমার স্বামী যখন তোমাকে আদর করার জন্য কনডম এর প্যাকেট খুলবে,🥰😊✅ - দেয়ালের ওপাশে বসে একটা ছেলে ঠিক সেই সময়,🙂🖤🥀 - সিগারেটের প্যাকেট খুলবে!❌🙂💔🥀 - তুমি ভুলে যাবে সেই যুবক কে 😅 - আর যুবকটা ভুলে যাবে; রাতে ঘুমানোটাকে🙂🖤🥀 - তুমি রাত জাগবে স্বামীকে সুখ দেওয়ার জন্য 😇🥰 - আর যুবকটা রাত জাগবে, - তোমার স্মৃতিগুলো ভুলার জন্য।😅🙂💔🥀 কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা🙂💔🥀

ভাগ্যকে দায়ি করবে না

প্রতিটি মানুষ তার কৃত কর্মের জন্য নিজে দায়ী, কেউ কখনোই আপনার ভাগ্যকে বদলে দিবে না। জীবনে সুযোগ বার বার আসবে না, যার মধ্যে পরিবর্তনের নেশা ক্ষনে ক্ষনে চেপে বসে সে কখনোই সুখী হয় না। সুখী হবার জন্য নিজের মনকে নিয়ন্ত্রন করতে শিখতে হয়। শিখতে হয় ভাল ও মন্দের মধ্যে তফাত।