ভাগ্যকে দায়ি করবে না

প্রতিটি মানুষ তার কৃত কর্মের জন্য নিজে দায়ী,
কেউ কখনোই আপনার ভাগ্যকে বদলে দিবে না।
জীবনে সুযোগ বার বার আসবে না,
যার মধ্যে পরিবর্তনের নেশা ক্ষনে ক্ষনে চেপে বসে সে কখনোই সুখী হয় না।
সুখী হবার জন্য নিজের মনকে নিয়ন্ত্রন করতে শিখতে হয়।
শিখতে হয় ভাল ও মন্দের মধ্যে তফাত।

Comments

Popular posts from this blog

সারজিসউদ্দিলার জমিদার বংশ।

যেতে চাইলে বলো!!!!!

স্বামী_স্তী