#কখন বুঝবেন আপনার নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা গুলো সফল হয়েছে?
#কখন বুঝবেন আপনার নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা গুলো সফল হয়েছে?
১/আপনি আপনার চঞ্চলতাকে ভুলে অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন!
২/আপনি বুকের ভেতর কষ্ট চেপে,দিব্ব্যি ভালো থাকার নিয়মে চলতে পারেন..
৩/কাউকে বারবার বোঝানোর চেয়ে,তার কথা গুলোই চুপ করে শোনেন..
৪/আপনার জীবন থেকে হারানো মানুষ গুলোকে নিয়ে আফসোস করেন না..
৫/কেউ আপনার সামনে অভিনয় করছে বুঝতে পেরেও,তাকে চুপচাপ সহ্য করেন..
৭/যেখানে এক-দুই কথাতে তর্কে জড়াতে পারেন,
সেখান থেকে লুকিয়ে ফিরে আসেন..
৮/পুরোনো স্মৃতি হাতড়ে মন খারাপ করাটা আপনার বিরক্তিকর মনে হয়...
৯/কেউ আপনাকে বুঝবে,সেই আশা ছেড়ে নিজের
ভালো লাগাকে একাই গুরুত্ব দেন...
১০/জীবনের পাওয়া না পাওয়ার হিসাব কষা নিয়ে আর বসতে চান না..
১১/আগ বাড়িয়ে কারো সাহায্য করা ছেড়ে দিয়েছেন.কেউ চাইলে,শুধু তখনই সাহায্য করেন..
৮/কারো কাছেই নিজের ইচ্ছে,ভালো লাগাকে প্রকাশ করতে চান না...
১২/কারো উপর অভিমান করেন না,অভিযোগ করাও ছেড়ে দিয়েছেন..
১৩/শোরগোলের চেয়ে নীরব পরিবেশ টা উপভোগ করেন...
১৪/আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না।কারো অনুভূতি গুলোকে প্রশ্রয় দেন না..
১৫/নতুন কোন মানুষকে আপন করতে চান না।
নিজেকে নিয়েই ভালো থাকার চেষ্টা চালিয়ে যান..
১৬/মানসিক চিন্তার কারণ হতে পেরে ভেবে,সব কিছুতেই সমঝোতা করতে রাজী থাকেন..
১৭/একাকিত্ব টাকে আপনার সাথে মেনে এবং মানিয়ে নিতে পারেন..
১৮/আপনার এখন সহজে মন খারাপ হয় না,কান্নাটা প্রায় ভুলেই গিয়েছেন..
১৯/সব প্রশ্নের উত্তর শুধু একটা হাসি দিয়েই প্রকাশ করে দিতে পারেন..
২০/ভালোবাসার মানে খোঁজা বাদ দিয়ে,ভালো থাকার কারণ গুলোতেই মনোযোগ আপনার...
জন্ম থেকেই মানুষ প্রতিনিয়ত নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে বেড়ায়..নানান আঘাত-প্রতিঘাতে সহ্য করতে করতে একসময় মানুষ ক্লান্ত হয়ে যায়..অন্যের কারণে বারবার নিজেকে বদলে ফেলার চেষ্টায় একদিন একেবারেই শান্ত হয়ে যায়..
দুঃখ-কষ্টের কাছে বারবার পরাজিত হয়ে,
নিজেকে বদলাতে বদলাতে এমন একটা অবস্থানে মানুষ চলে আসে,যেখান থেকে নিজেকে নতুন করে বদলানোর মতন আর কিছু থাকে না..

Comments
Post a Comment