চিঠি!!!
একটি সদ্য বিবাহিতা মেয়ের তার মাকে লেখা চিঠি...॥ প্রিয় মা, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মন খারাপ করে, সেই ছোট্টবেলা থেকে আর দশটি মেয়ের মতো আমারো বিয়ে স্বমন্ধে খুব কৌতুহল ছিলো। ভাবতাম বিয়ে মানে,, শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা..। . কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি, বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা না। . বিয়ে মানেই শুধু আর শুধু আনন্দ,, বরের সাথে সবসময় কাটানো তা না.. বিয়ে মানে হল অনেকটা দায়িত্ব, কর্তব্য পালন, আত্মত্যাগ, নিজেকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা..। . আমি যেকোন সময়ে নিজের ইচ্ছা মত ঘুম থেকে উঠতে পারবোনা,,, আমাকে সবার আগে উঠতে হবে। নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যাস্ত থাকলে চলবেনা,,, আমাকে সবার যত্ন নিতে হবে। বাইরে ঘুরতে সবসময় যেতে পারবোনা,,, আমাকে পরিবারের পাশে সবসময় থাকতে হবে। রাজকুমারীর মতো থাকলে চলবেনা,,, আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে। এইসব যখন চিন্তা করি,,, তখন ভাবি,,, বিয়ে কেন করলাম?? . আমার ফিরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে; ভালোই তো ছিলাম তোমাদের কাছে। ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছা...