Posts

Showing posts from October, 2025

চিঠি!!!

Image
একটি সদ্য বিবাহিতা মেয়ের তার মাকে লেখা চিঠি...॥ প্রিয় মা, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার খুব মন খারাপ করে, সেই ছোট্টবেলা থেকে আর দশটি মেয়ের মতো আমারো বিয়ে স্বমন্ধে খুব কৌতুহল ছিলো। ভাবতাম বিয়ে মানে,, শুধুই নিজের প্রিয় স্বামীর সাথে অনেক অনেক আনন্দে থাকা..। . কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন বুঝতে পারছি, বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা না। . বিয়ে মানেই শুধু আর শুধু আনন্দ,, বরের সাথে সবসময় কাটানো তা না.. বিয়ে মানে হল অনেকটা দায়িত্ব, কর্তব্য পালন, আত্মত্যাগ, নিজেকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা..। . আমি যেকোন সময়ে নিজের ইচ্ছা মত ঘুম থেকে উঠতে পারবোনা,,, আমাকে সবার আগে উঠতে হবে। নিজের জীবন পরিচর্যা নিয়ে ব্যাস্ত থাকলে চলবেনা,,, আমাকে সবার যত্ন নিতে হবে। বাইরে ঘুরতে সবসময় যেতে পারবোনা,,, আমাকে পরিবারের পাশে সবসময় থাকতে হবে। রাজকুমারীর মতো থাকলে চলবেনা,,, আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে। এইসব যখন চিন্তা করি,,,  তখন ভাবি,,, বিয়ে কেন করলাম?? . আমার ফিরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে; ভালোই তো ছিলাম তোমাদের কাছে। ফিরে গিয়ে তোমাকে জ্বালাতে ইচ্ছা...

মোহ----প্রেম

Image
একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে।  এইটা হচ্ছে প্রেম।  আরেকটা মেয়ে আছে,  যাকে তুমি অনুভব করো। তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না। এটা হচ্ছে ভালোবাসা। তোমার বন্ধু মহলে কোন একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির থাকো। এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু। একই ভাবে তোমার মস্তিস্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির না।  কিন্তু তার অনুপুস্থিতির জন্য তুমি অস্থির। তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির।  এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ!!!! কোন মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমানতালে ইগো দেখাও। কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না।  প্রথমজন তোমার প্রেমিকা। পরের জন তোমার ভালোবাসা।  মেডিকেল সাইন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এভাবে --- ""শারীরিক আনন্দ কেটে যাবার পরেও যদি কোন মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছে করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা। আর যদি সেরকম ইচ্ছে না আসে তাহলে ব্য...

আজকাল ভালোবাসা মানে সেক্স !!!!!

Image
আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স!! ↓ ২/৩ মাসের সর্ম্পকের পরই নাকি এটা প্রয়োজন হয়ে দাড়ায়!! কিছু মাস বা ১/২ বছর পর এমন এক পরিস্থিতি দাড়ায়,, এক জিনিস কয়দিন ভালো লাগে??? নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ!! . কিন্তু এটা চরম সত্য যে,, ৯৮% ছেলেই কোন স্বার্থ ছাড়া শারীরিক সর্ম্পকের পর কোন মেয়েকে তার ঘরের বউ হিসেবে মেনে নিতে চায়না !! ( আমি একজন মেয়ে হয়েও সত্যি টা আজ উপস্থাপন করলাম।) . # মেয়েদের_বলছিঃ আধুনিক যুগে মন দিয়েছো বুঝলাম,, একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড়, পরিবারকে রাজি করানো, মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার,, এর পর সে তোমাকে পাবে, ↓ এখন তুমি যদি তার আগেই তাকে সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি তার মন চাইবে??? বিয়ে না করে ২টা মিষ্টি কথায় সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে!! ↓↓ ★ বোন গো,, নিজেকে সস্তা করো না!! বোন,, তুমি নিজেও জানোনা যে, তুমি তোমার মা-বাবার কত দামী আর কত কষ্টের অর্জিত মূল্যবান সম্পদ!! !! !! (( তাই বলি, আসো সময় থাকতে সাবধান হই!! আসো আমরা একটু ভাবি!! আসো আমরাই শুরু করি,, একদ...

#ঢাকা_হতে_দেশের_সব_কয়টি_জেলার_দূরত্ব_জেনে_নিন"#কার_কোনটা

Image
#ঢাকা_হতে_দেশের_সব_কয়টি_জেলার_দূরত্ব_জেনে_নিন" #কার_কোনটা"" ১| নারায়ণগন্জ ------------ ১৭ কিঃমিঃ ২| মুন্সি গন্জ --------------- ২৭ কিঃমিঃ ৩| মানিক গন্জ -------------- ৬৪কিঃমিঃ ৪| গাজীপুর -------------------৩৭ কিঃমিঃ ৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ ৬| ময়মনসিংহ ---------------১২২কিঃমিঃ ৭| কিশোর গন্জ ------------১০২ কিঃমিঃ ৮| নেত্রকোণা ---------------১৫৯কিঃমিঃ ৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ ১০| জামালপুর ---------------১৮৭ কিঃমিঃ ১১| শেরপুর --------------------২০৩ কিঃমিঃ ১২| ফরিদপুর -----------------১৪৫ কিঃমিঃ ১৩| মাদারীপুর -----------------১১১ কিঃমিঃ ১৪| গোপালগন্জ ---------------২৩২ কিঃমিঃ ১৫| রাজবাড়ি----------------- ১৩৬কিঃমিঃ ১৬| শরিয়তপুর ---------------৭৫ কিঃমিঃ ১৭| চট্টগ্রাম --------------------২৬৪ কিঃমিঃ ১৮| কক্সবাজার-------------- ৪১৪ কিঃমিঃ ১৯| নোয়াখালী ------------- ১৬৩ কিঃমিঃ ২০| লক্ষীপুর -----------------২১৬ কিঃমিঃ ২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ ২২| কুমিল্লা -----------------৯৭ কিঃমিঃ ২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ ২৪| ...