#অচেনা আমি
আজকাল আমি গন্ধ খুঁজে পাই।
কখনো মৃত্যুর, কখনো বিশ্বাসঘাতকতার, কখনো ধোঁকার, কখনো হেরে যাবার।
গন্ধটা অন্য কোথাও নয়, পাই সময়ের স্রোতে নির্মম বাস্তবতার,
পাই হাসি খুশি ভালোবাসা বিশ্বাসে মোড়ানো রঙিন খামে।
কখনো নিজেকেই গন্ধ করে, আবার কখনো নিজেই গন্ধ মেখে ঘুরে বেড়াই শরিফ মুসাফির হয়ে....
সময় চলে যায়, দিনের পর যায় যুগ, কিন্তু গন্ধ থেকে যায় সেই আগেরই মতন করে...
Comments
Post a Comment