#প্রিয় মানুষ❤️❤️
প্রিয় মানুষটিকে কখনো নিদ্দিষ্ট সংজ্ঞায়িত করে বুঝানো সম্ভব না। প্রিয় মানুষকে সব সময় নিজের করে পেতে হবে এমনটিও না। হয়তো যখন আমাদের মন খারাপ থাকে তখন যে মানুষটির সাথে কথা বললে মন ভালো হবে সেই আমাদের প্রিয় মানুষ। হঠাৎ ঘুম ভেংগে গেলে বা চোখে ঘুম না এলে যে মানুষটির কথা প্রথম আপনার ভাবনাতে আসবে সেই আপনার প্রিয় মানুষ। যার হাসিমুখ নিজের অজান্তে আপনার মনে ভেসে উঠে সেই আপনার প্রিয় মানুষ। যার কষ্টে নিজের মধ্যের নিজেকে হারিয়ে বসেন সেই আপনার প্রিয় মানুষ। যার চোখের পানি আপনার মনে সমুদ্রের সৃষ্টি করে সেই আপনার প্রিয় মানুষ। যার চোখে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেন সেই আপনার প্রিয় মানুষ। দিন শেষে যার চোখের দিকে তাকিয়ে প্রশান্তি খুঁজে পান, যার মলিন চেহারায় বিষণ্ণতার ছাপ দেখে অনুমান করতে পারেন সেই মানুষটি ভালো নেই, যার ভালো থাকার অপেক্ষায় সব সময় দোয়া করেন সেই আপনার প্রিয় মানুষ।
আসলে প্রিয় সব কিছু এমনি হয় যা কিনা নিদ্দিষ্ট সংজ্ঞায়িত করা সম্ভব না। প্রিয় মানেই যে কাছে পেতে হবে এমন না, দূরে থেকেও প্রিয় মানুষদের ভালো রাখা যায়, ভালোবাসা যায়।
Comments
Post a Comment