#এর শেষ কোথায়
স্বামী-স্ত্রী ঘুরতে গিয়েছে কক্সবাজারে। ঘুরতে এসেই ঝগড়া শুরু হল। কিন্ত সেসব তো বাইরে জানানো যায়না। তাই সি-বিচে তোলা দুজনের হাস্যোজ্জ্বল ছবি আপলোড দিল ফেসবুকে...
ক্যাপশন হল-- "ফিলিং হ্যাপি উইথ মাই বিলাভড ওয়ান"
ছবি দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি এরা দুজন। কিন্ত সত্যিটা হল, ভিতরে ঝড় বয়ে যাচ্ছে ওদের।
এই ছবি দেখে তার ফ্রেন্ডলিস্টের কোন এক ফ্রেন্ডের মনের কোণে দুঃখ উকি দিল । সে ভাবল-- ইশ!! কাপলটা কত্ত হ্যাপি!! সেই মজায় আছে বিয়ে করে!!
সেই বন্ধু তখন বাইরে খেতে গেল এবং ফেসবুকে স্ট্যাটাস দিল ---"ফিলিং অসাম... ইটিং গ্রিল চিকেন উইথ..."
এখানে বলাই বাহুল্য যে, সে কিন্তু খেতে যায়নি। ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্যই এত আয়োজন। এই স্ট্যাটাস দিয়ে খুশিখুশি মনে ঘুমাতে গেল সে।
সকালে ঘুম থেকে উঠেই তার এই স্ট্যাটাস দেখিল তার কোন এক মেয়ে ফেসবুক ফ্রেন্ড। সে ভাবিল, আহা!! ছেলেটা কত সুখি!!
তারপর সেই মেয়েটা হয়ত পরোটা ও ডিম ভাজি করল। প্রতিদিনই সে হয়ত এটা করে। কিন্ত আজ সে এটার মধ্যেই জোর করে সুখ খোঁজার চেষ্টা করল। ফেবুতে সেই মেয়েটা স্ট্যাটাস দিল --- "ফিলিং এক্সাইটেড... নিজের হাতের রান্না... ( সাথে একগাদা পোড়া পরোটার ছবি)।"
এই ছবি দেখবে হয়ত কোন ছেলে। সেই ছেলে এই লুতুপুতু ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে হয়ত এককাপ চা খেয়ে স্ট্যাটাস দিবে --- ফিলিং কুল...।
এভাবেই চলবে চক্র। ... অথচ, এদের কেউই হয়ত সুখে নাই। আসল সুখে হয়ত,, ছেলেটাকে চা বানিয়ে দেওয়া সেই চায়ের দোকানদার,,,,, যার ফেসবুক নাই।
যে হয়ত জানেইনা "কুল" মানে কি? রাত দুপুরে বাড়ি ফিরে যে হয়ত বলে,, যাক! এলায় শান্তি নাগিচ্ছে বাহে!
অদ্ভুত এক সময়ে বাস করছি আমরা। যে সময়ে ভালবাসা হয়ে গেছে ভার্চুয়াল। সুখ হয়ে যাচ্ছে লোক দেখানো। মানুষকে দেখাতে উন্মুখ হয়ে আছি সবাই।
ভিতরে ভিতরে যাই হোক না কেন, বাইরে বাইরে দেখিয়ে বেড়াচ্ছি, আমরা খুবই সুখী।
অভিনয় চলছে সবখানে। সুখের অভিনয় করে চলেছি সবাই। মিথ্যে সুখের পিছনে হন্যে হয়ে ছুটছি দিনরাত।
এর শেষ কোথায়....?
Comments
Post a Comment