Posts

Showing posts from February, 2022

সতর্ক হোন ?????

Image
সতর্ক হোন 🚫🚫 কিছু হিন্দি গানের অংশবিশেষ দিলাম। মিলিয়ে দেখুন কি শুনছেন‼⁉ 🚫 তুজমে রব দিখতা হ্যায়, ইয়ারা ম্যায় ক্যায়া কারু?  সাজদে সার ঝুকতা হ্যায়, ইয়ারা ম্যায় ক্যায় কারু? 👉অর্থ::: তোমার মাঝে রবকে খুজে পাই আামি, প্রিয়া আমি কি করবো? সেজদার জন্য মাথা ঝুকে যায়, প্রিয়া আামি কি করবো? 🚫 তুহি মেরি সাব হ্যায়, সুবাহ হ্যায়, তুহি দিন হ্যায় মেরা,  তুহি ম্যারা রব হ্যায়, জাহান হ্যায়, মেরি দুনিয়া....... 👉অর্থ::: তুমি আমার সবকিছু, আমার সুর্যোদয়, তুমি, দিন তুমি… তুমি আমার রব, আমার পৃথিবী, আমার দুনিয়া তুমি… 🚫 খোদা জানে ম্যায় ফিদা হু, খোদা জানে বান গায়া হ্যায় তুম মেরি খোদা। 👉অর্থ::: খোদা জানে আামি তোমার ফিদা, খোদা জানে, তুমি হয়ে গেছো আজ আামারি খোদা। 🚫 তুহি আব মেরা দ্বীন হ্যায়,ঈমান হ্যায়, রব কা শুকরানা। 👉অর্থ::: তুমিই এখন আামার দ্বীন, আামার ঈমান তাই রবকে শুকরিয়া। 🚫 জানে দিল মে কাবছে হে তু,যাবছে মে হু তাবছে হে তু, মুজক মেরে রবকি কসম ,ইয়্যারা রবছে পেহলে হে তু... 👉শেষের লাইনের বাংলা:::আমার রবের কসম,,রবের থেকে প্রথমে তুমি (রবের থেকে তোমার প্রায়োরিটি) 🚫 ভাস্তে জান ভি দুন,ম্যায় গাওয়া ...

#সুখের খোঁজে

Image
ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে এসে আমার পাশে বসে আমাকে বলল। "তোমার স্বামী তোমাকে কি জন্য ডিভোর্স দিচ্ছে জানো?" আমি খুব স্বাভাবিক ভাবেই বললাম। "হ্যাঁ,জানিত। বিয়ের তিন বছরেও আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি এটাই হয়তো মেইন কারণ। কিংবা আমি সংসার করার মতো মেয়ে না। আমার কোন দোষ খুঁজে পেয়েছে তাই হয়তো তোমার ভাই আমাকে আর রাখবে না। শুধু তোমার ভাই না তো তোমার বাবা মাও তো চায় না আমি আর এই সংসারে থাকি।" আমার কথা শুনে আমার ননদ বলল। "তুমি অনেক বোকা একটা মেয়ে। তোমার সন্তান হয় না তোমাকে ডিভোর্স দেওয়ার কারণ এটা না। তাছাড়া এখন এসব কারণে কেউ কারো সাথে পবিত্র সম্পর্ক ছিন্ন করে না। টাকা হলেই তো বাচ্চা দত্তক নেওয়া যায়। এরকম নিচ্ছেও অনেকে৷ এতে করে তো আল্লাহও খুশি হয়। একটা গরির ঘরের বাচ্চা আরাম আয়েশে বড় হবে৷ আর আমি যতদূর জানি সন্তান না হওয়ার জন্য বেশির ভাগ ক্ষেত্রে স্বামীরা দায়ী। কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে এই দোষটা মেয়েদের ঘাড়ে চাপানো হয়। তোমার স্বামী অন্য কোন কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে। বাবা মায়ের কথা বাদ দাও,তারা যেখানে টাকার জন্য আমাকেই বয়স্ক পাত্রের কাছে বিয়ে দিতে চা...

একজন "স্ত্রীর" প্রতি তাঁর "স্বামীর" যে "হক" বা "কর্তব্য" থাকে

Image
একজন "স্ত্রীর" প্রতি তাঁর "স্বামীর" যে  "হক" বা "কর্তব্য" থাকে:-  ১। স্ত্রীর ভরণপোষণ করা। ২। শারীরিক চাহিদা পূরণ। ৩। স্ত্রীর কথায় মর্যাদা দেওয়া। ৪। স্ত্রীর পিতা-মাতাকে মর্যাদা দেওয়া। ৫। স্ত্রীকে আঘাত কিংবা মারধর না করা।  ৬। ধর্মীয় বিধি-বিধান পালনে উৎসাহ দেয়া। ৭। স্ত্রীর গোপন কিছু অন‍্যের কাছে প্রকাশ না করা। ৮। কৃতজ্ঞতা এবং প্রশংসা করা। ৯। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও সময় দেয়া। ১০। স্ত্রীর সাথে হাঁসি মুখে কথা বলা। ১১। স্ত্রীর সাথে খুনসুটি খেলা করা সুন্নত। ১২। সব সময় স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা। ১৩। সবসময় বাসা থেকে বের হওয়ার আগে স্ত্রীর কপালে চুমু দেওয়া, আবার বাহির থেকে এসে স্ত্রীর কপালে চুমু দেওয়া। ১৪। স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করা। ১৫। স্ত্রীকে সালাম দেওয়া। ১৬। স্ত্রী কোনো কারণে আপনার উপর রাগ করলে তার রাগ ভাঙানো, আর একটা মেয়ের রাগ ভাঙানোর সহজ উপায় হচ্ছে তার কোমরে দুহাত দিয়ে পেছন থেকে এসে জড়িয়ে ধরা,আর সাথে সুন্দর সুন্দর কথা বলা। ১৭। স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাকা, জান,কুইন,জানপাখি ইত্যাদি। ১৮। স্ত্রী যদি কোনো ভুল করে ত...