Posts

Showing posts from May, 2025

যেতে চাইলে বলো!!!!!

Image
#যেতে চাইলে বলো, মায়া বাড়িয়ে কি লাভ। নিমিষে মুক্তি দিব, অপূর্ণই থাক প্রেমালাপ। তবু তো ঘৃণা জমবেনা, ভেবে ঠকিয়েছো আমায়। নাহয় রইলো কিছু ছোঁয়া, হৃদয়ের অতল দিকটায়। আর যদি ভালোবাসো, বাসো ভালোবাসার মতো করে। যেন আমি তোমাতেই বিভোর থাকি, প্রতি ভোরে,দুর সুমুদ্দুরে, জন্মজন্মান্তরে!