#মনের মানুষ
মনের মানুষ ভাইঙ্গা গেলো বিশ্বাসের ঘর বুকটা জুড়ে বইছে দারুন বেদনারই ঝড় যেদিকেতে যাইগো আমি দেখতে শুধু পাইগো আমি মিছা আয়োজন দেহের ভিতর বাইচা আছে মরা একটা মন রঙে ভরা এই জগতে নাই কেহ আপন ফোঁটার আগে ঝইরা গেলো ভালোবাসার ফুল দিনে রাইতে খুঁইজা মরি জীবন নদীর কূল।