#বিয়ে
ছেলেটা মেয়েটাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে ভেবেই নিয়েছে। মেয়েটার চোখে মুখে ভিষণ ভয়, ছেলেটা বেকার কি করবে কই থাকবে কিছু ঠিক নাই। ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে বলো আরে চলো বিয়ে করেই নেই, পরে কি হয় দেখা যাবে। মে'টা মাথা নেড়ে হুম বলে চুপ করে বসে রইলো। ছেলেটা কিছু খন চুপ করে থেকে বলে উঠলো, তুমি কি ক্রিম আর কি ফেসওয়াশ ব্যবহার করো? মে'টা একটু অবাক "হয়ে নাম বলো" আর বড় চোখ করে তাকিয়ে আছে। ছেলেটা শান্ত গলায় বলো, আচ্ছা ঠিক আছে, প্রথম মাসে একটু সমস্যা হতে পারে, পরের মাস থেকে নিয়মিত কিনে দিবো। আর মুচকি হেসে বলো তুমি এমনিতেই সুন্দরী এই সব ব্যবহার না করলে কিছু হবে না 😌 এই কথা শুনে মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো।